চট্টগ্রাম জেলার সফল চেয়ারম্যান হিসেবে মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, নুরুল আনোয়ার সবুজ ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০১৩’ অর্জন করেছেন। সম্প্রতি রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভা ও স্বপ্নকুঁড়ি সম্মাননা-২০১৩ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার সফল চেয়ারম্যান হিসেবে নুরুল আনোয়ার সবুজকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা এ.টি.এম জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-৪ আসনের সাংসদ এডভোকেট সানজিদা খানম নুরুল আনোয়ার সবুজের হাতে সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে নুরুল আনোয়ার সবুজসহ সারাদেশের ৩ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পেশার ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরআগে সবুজ জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক মানবাধিকার সম্মাননা-২০১১ অর্জন করেন আলোচিত ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবে অবদানের জন্য।
উল্লেখ্য, নুরুল আনোয়ার সবুজ মিরসরাই উপজেলার সবচেয়ে কম বয়সী, কর্মউদ্যমী চেয়ারম্যান। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব থেকে তার নির্বাচিত এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর উল্লেখযোগ্য কাজ করে চলেছেন তিনি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস